বিষাদবিধৌত দুপুরের বিপরীতে হাঁটছি
আর ক্লান্ত দু'চোখে তাকাচ্ছি এদিক-ওদিক
একের পর এক রাস্তা, গ্রাম পেরিয়ে
হঠাৎ চোখ পড়লো এক বৃদ্ধের দিকে
যে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে সংখ্যাহীন শূন্যতায়
নাম তার আজগর শেখ
অনেক বছরের পুরোনো শার্ট, ছেঁড়া লুঙ্গি আর ক্ষয়ে
যাওয়া জুতো পরে চা স্টলে বসে আছে আজগর শেখ
যার সমস্ত শরীর জুড়ে উৎকট গন্ধ, মালিন্য খেলা করে
লোকজন আফসোস করে বলছে তার কিছুই হলো না
এরচেয়ে আর ব্যর্থ হওয়া যায় না
এরচেয়ে আর ব্যর্থ হওয়া সম্ভব না
আমি এরচেয়েও ব্যর্থ হতে চাই
আমি ব্যর্থ হতে চাই আপাদমস্তক।
তালেব আলীর কথা আজ ভীষণ মনে পড়ছে
যে ব্যর্থতাকেই জীবনের পাথেয় ভেবেছিলো
যাকে নিয়ে মানুষের কোনো মাথাব্যথা নেই
সফলতা নেই বলে কেউ তাকে হিংসা করে না
টাকা-পয়সা নেই বলে কেউ তাকে ভালোবাসে না
আমিও তার মতো ব্যর্থ হতে চাই
যাকে নিয়ে কারও প্রত্যাশা থাকবে না
কেউ ভালোবাসায় বুকে টেনে নেবে না।
আমি ব্যর্থ হতে চাই শরীরজুড়ে
আমি ব্যর্থ হতে চাই হৃদয়জুড়ে
আমি ব্যর্থ হতে চাই প্রতিটি রাতে
আমি ব্যর্থ হতে চাই প্রতিটি উৎসবে
আমি ব্যর্থ থাকতে চাই আমৃত্যু
আমাকেও দেখে মানুষ যাতে বলে
আহ্ লোকটার জীবনে কিছুই হলো না
এরচেয়ে ব্যর্থ এই বদ্বীপে আর কেউ নেই
এরচেয়ে ব্যর্থ কোনো মানুষ হতে পারে না।