তোমাকে পাবো না বলে তোমাকে আরও পেয়ে যাই
যতই ভুলে যেতে চাই তোমাকে কি ভুলে থাকা যায়?
শূন্যতার ভেতরে তুমি এক পূর্ণতা
নীরবতার ভেতরে তুমি সরবতা।


তোমাকে পাবো না বলেই রোজ স্মৃতি চাষ করি
স্মৃতিজীবী হয়ে রোজ তোমার চিহ্ন বয়ে বেড়াই
আমার কঙ্কালতন্ত্র জানে কী গভীরতায় কী নিপুণতায়
তুমি মিশে আছো ছড়িয়ে দিয়েছে শাখা-প্রশাখা।


তোমাকে পাবো না বলেই সব সংশয় নিয়ে জেগে থাকি রাত
অসম্ভাবনার ময়নাতদন্ত করি স্নায়ুর ভেতরে
উচ্চণ্ড ব্যথা নিয়ে দাঁড়িয়ে থাকি কোথায় থাকি
ভাবতে ভাবতে ক্যালসিয়ামের আয়ু ফুরিয়ে আসে।


তোমাকে পাবো না বলে বিবিধ পদার্থ গিয়েছি ভুলে
আগুনকে জল ভেবে হাত বাড়িয়ে দিই
সাপকে দড়ি ভেবে দু'হাতে জড়িয়ে ধরি
তোমার বিরহে কতো বঙ্গোপসাগর দুচোখে ঝরে।


তোমাকে পাবো না বলেই শীত প্রত্যাহার করে নেয় কুয়াশা
হঠাৎ করে ছিড়ে যায় গিটারের করুণ তার
কবিতার খাতায় মুছে যায় জীবনের সব স্বাদ
দেয়ালে দাঁড়িয়ে থাকি একলা দেয়াল হয়ে।