ফের ফিরে পেলে তারুণ্য
তোমার জন্য দাঁড়িয়ে থাকতাম নিস্তব্ধ গলিতে
অনেক দোকান ঘেঁটে নিয়ে আসতাম দুর্লভ বই
চলে যেতাম পাহাড়ে সমুদ্রে তোমার স্নিগ্ধ ওষ্ঠে।


ফের ফিরে পেলে তারুণ্য
খুঁজে নিয়ে আসতাম সংখ্যাহীন সতেজ গোলাপ
সময়ের সমস্ত সঞ্চয় ঢেলে দিতাম তোমার শরীরে
রাতের সাথে রাত হয়ে তোমার জন্য সকাল হতাম।


ফের ফিরে পেলে তারুণ্য
হৃদয়ে চাষাবাদ করতাম সংখ্যাতীত পুষ্টমুগ্ধ কবিতা
তুমি ডাকা মাত্রই মধ্যরাত ভেদ করে চলে আসতাম
সমুদ্রের জল থেকে তুলে আনতাম পানযোগ্য জল।


ফের ফিরে পেলে তারুণ্য
আমিও পাড়ি দিতাম তোমার জন্য প্রেমের দামোদর
সাজানো জীবনকে ছুড়ে দিতাম তোমার ওষ্ঠের নিচে
তোমার কলকণ্ঠ শোনার জন্য উৎকৃষ্ট বাবুর্চি হতাম।


ফের ফিরে পেলে তারুণ্য
প্রথাগত সফলতার জন্য নিজেকে সাজাতাম তুমুল
ক্ষিপ্ত ষাঁড়ের মতো ছুটতাম বাড়ি-গাড়ির পিছু পিছু
সোমত্ত যৌবন কাটাতাম শুধু তোমাকে পাবার ধ্যানে।