হঠাৎ বাতাসে
একটি হলুদ বৃক্ষ হতে
কিছু ঝরা পাতা
সময়ের রূপ ধারণ করে
এবং যেসব পাতা রয়ে যায়
বেদনার মতো আবহমান
চিরদিন অভিযোজিত
ঘুরতে ঘুরতে আটকে যায়
জলে ও স্থলে
কাঁটাতারে
জলের সীমানা ছেড়ে
মাছ তুমি কোথায় যাবে?
জালের সমান পুকুরে
পুকুর যখন ধারণ করে জালের রূপ
কিংবা সময়ের জেলে জাল টানতে
টানতে যখন উঠে আসে ডাঙায়
যে মাছটি আফসোস সৃষ্টি করে
পালিয়ে গেলো সময় হয়ে—
জীবন এমনি করে বয়ে যায় মৃত্যুর দিকে!