দৃশ্যের ভেতরে নিরন্তর খুন হতে হতে ক্লান্ত আমি,
নিজেকে আজকাল বড্ড অচেনা লাগে, গভীরে বৃক্ষ-
তেমন সময় নেই আমার আঙুলে, তেমন নীল
নেই যখন বসে থাকি হলুদ সন্ধ্যার বিপরীতে।
চুম্বনের ভেতরে দেখি তুমি কাটা পড়েছো সবুজ ট্রেনে
রক্তের পাশে শুয়ে আছে অজস্র অলস স্মৃতি,
নগরের বাসগুলো জাগাতে পারে অনেক ভালোবাসা।
আমার ভেতরে আমি একা একা হাঁটি, চলি সারাদিন-
প্রতিটি দৃশ্যের ভেতরে ঢুকে পড়ি নগ্ন বিধ্বস্ত শরীরে,
ঘ্রাণ নিই, পরিচিত পোশাক দেখিনি আমি আজও।
তোমার উরুতে হাতে চুলে ফুটে ওঠে অপরাজিতা
নিম্নাঙ্গ জুড়ে আছে হাহাকার, ফুসফুসে তুমুল ঢেউ
আমার কষ্ট বাড়ে কেবলি দৃশ্য বাড়ে সুদে-আসলে।