আকাশ থেকে নেমে আসছে ঝাঁকে ঝাঁকে রাজহাঁস
তখন শুয়ে আছি নিজের ভেতরে,
চারিদিকের নীরবতা ভেঙে গেলে
আমার বুকের ওপার ফণা তুলে অবচেতনের সরীসৃপ।
কোনো কথা নেই মুখে
ভাষাহীন জীবন আমার
মাংসের হলুদ রুমালে মুছে ফেলি অসহায় অন্ধকার।
আঙুলে লেগে আছে কষ্টের দ্রাক্ষারস
লোভী মানুষেরা করে ভীড়
পৃথিবীর সুস্বাদু ফলের লোভে ছুটে আসে পাখিরা
দূর হতে বহুদূরে মিশে যায় স্মৃতির নীল।
হৃদয়ে অজস্র ভাবনা আসে
ফুসফুস ভরে ওঠে প্রেমে
কামের বুলেট আমার কপাল ভেদ করে চলে যায় শূন্যে
পড়ে থাকে বিকলাঙ্গ লাশ।
কতবার মৃত্যুর জেলখানা থেকে পালিয়ে এসেছি
গাছের পাতায় পাতায় ঝুলছে হুলিয়া
নিজেকে খুঁড়ে খুঁড়ে দেখি
ভেতরে যন্ত্রণার অতল খনিজ।
কতদিন হলো আমার ঘুম আসে না
কতদিন হলো আমার ঘুম ভাঙে না
মনে হয় এমন খেলা খেলছি প্রতিরাত;
আকাশের অন্ধকার পৃথিবীর বাগান থেকে চুরি করে
নিয়ে যায় সংখ্যাহীন সতেজ গোলাপ
রহস্য রেখে যায় আমাদের ভাবনায়।
চেতনের সেতু পেরিয়ে
বুকের ভেতরে দেখি লুকানো বাসনার দীর্ঘ সারি
অজস্র শিকার মৃত্যু জেনেও
দেখি লাল আলো নিয়ে ছুটে যায় বাঘের থাবায়।