পারমাণবিক সেই সন্ধ্যায়
নিবেদিত ফুলের ঘ্রাণ ফেলে
তোমার সতেজ সৌন্দর্যে
গলে যায় ধ্বংস ও পতন।


সুররিয়ালিস্টিক কফির লোভে
পাখিরা উড়ে যায় বহুদূরে
নদীর গালে সূর্যোদয় শেষ হলে
উৎসবে কারা শব হয়ে থাকে?


তোমাকে আঙুলের ইতিহাসে রেখে
যারা ছুটে যায় পাহাড়ের শরীরে
ফলের নিশ্চিত মৃত্যু লক্ষ করেও
ফের বৃক্ষে আসে ফুলের স্থিতি।


ক্রমাগত দুলছি হলুদ সমীকরণে
বাস্তুসংস্থানে তোমাকে না পেলে
যারা বিষাদ নিয়ে ঝরে যাবে
তাদের দিও সুকোমল ওষ্ঠাগ্নি।


পাখি নাকি ফিরে আসে নীড়ে
নদীও নাকি ছুটে সাগর সন্ধানে
কবিরা ছুটে যায় দুঃখের দিকে
শারীরিক রাতে সুস্থির কোথায়?


মাতাল দুপুরে মৌমাছি খুঁজি
তুমি খুঁজে বেড়াও অমৃত ভাণ্ডার
শরীর জুড়ে আজ হুলের ব্যথা
তুমি জিতে যাও প্রেমিকা বলে।