সভ্যতার অসুখ দীর্ঘ পথ হেঁটে বৃষ্টি হয়ে ঝরছে
তোমার চুলে
আহত প্রজাপতি ফিরে পাবে সুচারু জীবন।
তোমার চিবুকের নিচে কদমের স্নিগ্ধতা করেছি সঞ্চয়
ভালোবাসার মুদ্রাস্ফীতি দেখা দিলে
দৃঢ় হবে আমাদের বন্ধন।
তোমার ব্যস্ততম দিনে তোমাকে ভীষণ মনে পড়ে-
দূরে ইট ভাটার কাঁচা স্নিগ্ধ ইট
আর যাপিত জীবনের ত্রিভুজ পেরিয়ে
যখন চলে আসি তোমার কাছে
মনে হয় আমি ছুঁতে যাচ্ছি নরক সুন্দর।
ইতিহাসের সাল মাথায় নিয়েও ভালোবাসি তোমায়
অনেক জীবন হতে পালিয়ে এসে
একটি জীবনে থিতু হওয়ার সংকল্পে
পাখিরা আজ সুন্দর করে সুর তুলে ডানায়।
জেনেছি মধ্যরাতের পাঠোদ্ধার হতে
তোমাকে পেয়েছি আমি না-পাওয়ার কষ্ট নিয়ে
যখন জীবন কেঁদেছিলো বেদনার দুপুরে একা একা
তোমার নিয়ত সন্ধানে খুঁজেছিলাম আশ্রয়।