স্নিগ্ধ সৌন্দর্যের মাঝে হাঁটতে হাঁটতে যদি হঠাৎ
মৃত্যুর স্বাদ এসে মিশে যায় শরীরে আরেকবার
আশ্রয় দিও নদীর বিলোল জল, হাঁসের জলকেলি
হলুদরঙা বুনো ফুল, পাটের কচি পাতা, দোয়েল
বিস্তীর্ণ প্রান্তরের জনজীবন, নৌকা, বটগাছ, বালুচর
রাতের রহস্য বুকে নিয়ে জেগে থাকা দূরের বৃক্ষশহর।
আমাকে ফিরিয়ে দিও না আকাশের পেঁজা মেঘ
নীল-শাদার দিগন্ত, কচুরিপানা, নাম না-জানা ছোট মাছ
জলের ঝিকিমিকি, বিষণ্ণ বিকাল, থোকা থোকা ধান।
কতদিন তৃষ্ণা নিয়ে খুঁজে বেরিয়েছি সৌন্দর্য তোমায়
কতদিন মাংসের ভীড়ে চেয়েছি নির্মল জীবনের আস্বাদ
মায়ের মুখের মতো নিভৃত শান্তসৌন্দর্যের খুঁজে
তোমাদের কাছে নিজেকে করেছি আমৃত্যু সমর্পণ।