বেদনাও এত সুন্দর হয় এতটা সুচারু হয়
হতাশাও এত নির্মল হয় এতটা উজ্জ্বল হয়
তোমাকে না দেখলে অদেখা থেকে যেতো
বিষণ্নতার ভেতরেও সৌন্দর্য কীভাবে হাঁটু গেড়ে বসে থাকে!


তোমাকে না দেখলে চোখে এত আলো আছে
হৃদয়ের গভীরে এত প্রেম এত তৃষ্ণা এত আকুলতা আছে
তা হয়তো কখনোই জানা হতো না।
তোমার দুচোখ হতে যেসব পাখি উড়তে উড়তে
চলে আসে আমার বুকের অরণ্যে
তাদের সুর কিংবা কান্নায় সূর্যাস্তের নির্বেদ কেটে গেলে
তুমি সমুদ্র প্রগাঢ় তৃষ্ণাকে দাও অতলান্ত প্রশান্তি।


তোমার আঙুল থেকে কখনও শিশির কখনও বৃষ্টি
কখনও আলো কখনও অন্ধকার
এতটা পেলবতা এতটা মেদুরতা নিয়ে
জীবনের এতটুকু নিশ্চয়তা পেলে এতটুকু নিরুপদ্রব নিদ্রা
এই হরিণ এই ঝরনা চিরদিন গড়াতে গড়াতে
জল আর প্রেমিকের ধর্ম চিরকাল এক ও অভিন্ন।


এতটা সুস্থির ওষ্ঠ নিয়ে এতটা মাদকতা ওই কপোলে নিয়ে
কীভাবে শান্তিতে ঘুমোও তুমি প্রেমেল রাতে?
এতটা নিখুঁত জ্যামিতি নিয়ে এতটা গভীর পরিমিতি
যে তুমি কাছে এলে স্বপ্ন দূরে গেলে ঢেউয়ে ঢেউয়ে
তালে তালে পলে পলে আমার মাংসেরা জপে তোমার নাম।