ফুলের ঘ্রাণ ভুলে যে তুমি ছুটে যাও
দুর্গন্ধের দিকে ক্রমাগত হরিণের পতন
শেষে যে তুমি বাসনার অধিক তৃষ্ণা নিয়ে
হারিয়ে যাও বস্তুর গহীনে বস্তুত এখন
পৃথিবীর শরীরে আদিম ক্লান্তির উৎসবে
পর্বতের গভীরে গভীরে নীরবতার খোঁজে
যে নদী বয়ে চলে আজন্ম আলোহীন
রূপের সুচারু দহনে যৌবনবতী বৃক্ষেরা
যারা হল্লা করে নৈঃশব্দ্যের আশ্রয়ে আশ্রমে
মৃত্যুর বহুমাত্রিক প্রতিভায় যারা বিমুগ্ধ
পাখির শরীর থেকে ঝরে পড়ার মুহূর্তে
হরপ্পার রাজপথে কাকে তুমি খুঁজেছিলে
কোন সরীসৃপের মায়ায় তোমার ভ্রান্ত দুচোখ
অজগর ভেবে করেছিলে জীবনের মঞ্চায়ন...