হৃদয়ের বেদনায় ঝরে পড়ে রাতের শিশির
আকাশে অনেক ভিড়;
জীবাশ্ম প্রেমের স্মৃতি জ্বলজ্বল করা বুকের সমাধি ভেদ করে চলে যেতে যেতে
অন্ধকারে কথা বলা
অনেক সুরের রং হঠাৎ ফুরালে
বৃষ্টিতে দাঁড়ায় কে?


আমাদের স্নায়ুতে শীত এসে বসে থাকে—
মৌলিক ফুলের ঘ্রাণে চারিদিকে স্থির হৃদয় রেখার নিচে
জমে থাকে স্নিগ্ধ নীল;
অসীম অসম প্রেম হৃদয় ছুঁয়ে ছুঁয়ে প্রজাপতি হারালে
শূন্যতা শুয়ে থাকে বিস্তৃত নীলিমায়।


পরিপূর্ণতার নীড়ে
অবারিত দেবতারা চুরি করে নিয়ে যায় আমাদের সুখ,
মুখোশের মুখোমুখি হতে কেনো এই ভয়
কেনো দ্বিধা-দ্বন্দে ক্ষত বিক্ষত তৃষ্ণায় প্ররোচিত প্রয়োজনে
বর্ণিত বুননে ফুল ফোটে মুহুর্মুহু?


যারা ঝরে যাবে মরে যাবে মরণের অধিক ক্ষরণ নিয়ে
পৃথিবীর স্নিগ্ধ লালে দুচোখের ঘুম ঘুম ভাবের বাহনে
স্মৃতিচারণ করতে গিয়ে ঘটে যায়
রটে যায় আমাদের অনেক দূষণ!


ক্লেদজ সময় নিয়ে যারা বেঁচে থাকে
দুঃস্বপ্নের সরীসৃপ
ঘুরতে ঘুরতে ঢুকে পড়ে বেডরুমে ঢুকে পড়ে শাওয়ারে
মৃতের সাথে জীবিত
একাকার হয়ে যায়।
আমাদের আয়নায় কিছু শব্দ পথ হারিয়ে ইতিহাসের
গভীরে বুনন করে বির্বণ হায়েনা
আর আমরা আমাদের বিশ্বাসের প্রতিভায়
ঠকে যাচ্ছি স্তরে স্তরে।