পরাজিত জয় জেনেও পরাজিত হতে চাই—
আয়না থেকে ডিগবাজি খেতে খেতে
সঞ্চিত অন্ধকারের আলোয় রেখে যাই বিষণ্ণ আনন্দ;
শব্দের রঙ মুছে গেলে ঘুচে যাবে সমস্ত সংশয়।


চেনা বলে মনে হয় যাকে তাকেই চেনা যায় না—
জল দেখলেই কেনো তোমার তৃষ্ণা পায়?


দুপুরের শরীরে ফুটবে এক চমৎকার হতাশা, তখন তুমি
মাছ কাটতে গিয়ে যেসব সরীসৃপ পাখি হওয়ার বাসনায়
হাত কেটে ফেললে উড়তে উড়তে সমুদ্রে চলে যায়
মেঘের মেঠোপথে হাঁটতে হাঁটতে বাড়ছে অর্থহীন জীবনের
ভীড় ফুরিয়ে গিয়েছে যৌবন এখানে কোনো পাখি নেই
দুঃখের স্তনে যারা চেয়েছিলো সুখ তারা আজ কোথায়?


নিজেকে খুঁজতে গিয়ে একবার অতীতে একবার বর্তমানে
একবার বর্তমানে একবার ভবিষ্যতে
দুঃস্বপ্নের বহুতল ভবনে পেরোতে গিয়ে
কার কথা ভুলে গেলে কার মুখ মনে পড়ে তোমার?


যা-কিছু ছিলো না বলে যা-কিছু তবুও ছিলো—শব্দবিকারে
কীভাবে বুঝবে কে তোমায় ডাকে?
ফুল এসেছে এবার ফল হয়ে চলো ঝরে যাই।