ভবঘুরে নদী আমার ব্যথা কেউ বুঝলো না, কেউ না
বুকে এত প্রেম নিয়ে ঘুরি কেউ জানলো না, কেউ না।
শীতের বাজারে একলা হাঁটি, শীতের রাতে একা একা-
কেউ মিললো না এই শহরে এই দুপুরে গল্প করার
কেউ জুটলো না এই উৎসবে এই বিকালে একটু হাঁটার
হাতটি ধরার, কেউ এলো না এই জীবনে এই বসন্তে।
শোকগুলো আমার বেজেই গেলো কেঁদেই গেলো
একটি কোকিল খুব গভীরে দিনদুপুরে ডেকেই গেলো
একটি বাঁশি বেসুরো সে বেজেই গেলো নখের ভেতর
চুলের ভেতর কষ্ট নিয়ে ঘুরে বেড়াই তবুও আশা নিয়ে
বুকের ভেতর অবাক বেদনায় ভেঙে যাচ্ছি ধীরে ধীরে।
দেখেই গেলাম সব সকালে, আফসোস নিয়ে শুতে যাই
এই জীবনে এই রণে আমার আর তেমন কেউ হলো না।