১.
যেদিকেই চাই
সেদিকেই ছাই।


২.
দুচোখভর্তি ড্যাশ
তবুও আছি বেশ!


৩.
পদে পদে
বিপথ
পথে পথে
বিপদ।


৪.
আমাদের দুশ্চিন্তাগুলো মাসের ব্যস্তানুপাতিক।


৫.
হাসপাতালে
সময় ভিক্ষা মাগে জীবনের কাছে!


৬.
তোমার নাম মনে হলে মনে পড়ে
সময়-সঙ্গীতের ভিন্ন ভিন্ন নিগূঢ়ে।


৭.
এই বিদ্যালয়ে কোনো দপ্তরি নেই, তবুও
কে যেনো রোজ বাজিয়ে দেয় ছুটির ঘণ্টা!


৮.
কাচের ওপাশে দামি, পশ, আধুনিক অনুষঙ্গ
ওপাশে আমি, অদূরে মাছ ও মাছির নগ্ন রঙ্গ!


৯.
মাংসের দোকানের ঝুলন্ত মাংসের দিকে
তাকিয়ে আছি আমি এক নিরুপায় কুকুর!


১০.
ঝড়ের তালে তালে নেচে চলা ডাল
নাচার মাঝে হঠাৎ ভেঙে হই বেতাল।


১১.
অপারেশন থিয়েটারে আলোর বিপরীতে
অন্ধকার দাঁড়িয়ে থাকে হলুদাভ উৎপাতে।


১২.
দাড়ি ছাড়া বাক্য লেখা যায়, জীবন নয়।


১৩.
একটি ভাঙা নৌকা জলের কিনারে শুয়ে শুয়ে
ভাবছে তোমার কথা—
তুমি কেমন আছো, অ/সময়?


১৪.
নির্জ্ঞানের নদীর জলে
ভেসে চলি নিত্য ছলে।


১৫.
কঙ্কালই সত্য, মাংসটা মোহ।