নিঃসঙ্গতম খালের মতো
ক্রমাগত ছুঁয়ে যাই ভূমির শরীর
তারপর মিশে যাই অস্তিত্বের বিপুলতায়
তারপর আমাদের আর কথা হয় না
দেখা হয় না অনেক বছর।
বেঁচে থেকেছি নৈঃশব্দ্যের দীর্ঘতম রাতের সাথে
সুনীল জলে বোয়ালের শিকার হয়ে
কেটেছে অনিদ্রায় আমার হৃদয়।
আমাকে বলো না মেহগনির অন্ধকার
মন আজ ব্যস্ত অনেক অবহেলায়
সুশীতল ছায়ার খোঁজে হেঁটেছি দুপুর
পেরিয়ে এসেছি রৌদ্রময় যন্ত্রণা;
মৃত্যুর সীমানা ধীরে ধীরে পেছনে ফেলে
আশা নিয়ে দাঁড়িয়ে থাকে আশাহত হৃদয়
ভেঙে গেলে একবার বোঝা যায় স্মৃতির আধার।
তবুও জীবনের বারান্দায় রৌদ্র আসে
জানালার বুক ভেদ করে আসে মৌসুমি হাওয়া
ঝরা পাতার অবিরাম নৃত্যে মুগ্ধ দুচোখ
জানে না বিদায়ের ক্রমাগত ধূসর।
ইতিহাস থেমে আছে সবুজ ওষ্ঠে
বন্দুকের বুক বিদীর্ণ হয়ে বেরিয়ে আসে মাতাল মৌমাছি
কানাগলি জুড়ে সব নীরবতা ভেস্তে গেলে
আমাদের অবাক করে মানুষের দুঃখেল আকাশ।