ফিরে দেখতে হলে ফিরে যেতে হয়
ফিরে যেতে গিয়ে স্মৃতি ভুলতে হয়।
ফিরে যেতে না পারলে আর আকাশ দেখা হবে না,
শোনা হবে না পাখির শব্দ, পরিচিত কণ্ঠের ডাক
তাদের নাক পাবে না কোনোদিন গোলাপের ঘ্রাণ।
বাড়ির প্রিয় বিছানায় শুয়ে স্বপ্ন দেখা হবে না
প্রতীক্ষা নিয়ে দাঁড়াবে না কোনোদিন দরজার সামনে।
তবে কী সময় একটি বৃত্ত, ত্রিভুজ, নীল যতি
সময় কী তবে পতন, চলন, কষ্টের প্রতিসরণ!
আমাদের গল্পে যারা ছিলো আজ আর নেই
আমাদের গল্পে যারা আছে তারাও থাকবে না,
প্রতিটি শনিবার মিশে যাবে অনন্ত রবিবারে
প্রতিটি শীত হারিয়ে যাবে অনন্ত বসন্তে।
ফিরে দেখতে হলে ফিরে যেতে হয়
ফিরে যেতে গিয়ে স্মৃতি ভুলতে হয়।