মনের ভেতরে অনেক না-বলা কথা
শাখা-প্রশাখায় ছাড়িয়ে যাচ্ছে রোজ;
মানুষেরা গল্প করে একান্ত মানুষের সাথে,
হল্লা করে পাহাড়ে যায় মেতে উঠে দুঃখের বিষমে,
কিন্তু আমার কোনো একান্ত মানুষ নেই
যার সাথে বলতে পারি পাহাড় না-দেখার তৃষ্ণা
যার মুখের দিকে চেয়ে ভুলে যেতে পারি কষ্টগুলো
আঙুলে আঙুন ঘষে উৎপন্ন করতে পারি কিছু সুখ।
স্বপ্নগুলো রোজ জটিল থেকে জটিলতর হচ্ছে
আশায় আশায় কমে আসছে এইসব আয়তন,
পরিধির বুক জুড়ে আমার শোকেরা করে উল্লাস।
আর কত বয়ে বেড়াবে এই ক্লান্ত দীর্ঘতম আমাকে
আর কতটা রাত জেগে জেগে দেখবো এমন ক্ষয়,
ইচ্ছে হলেই তো নিতে পারি না ওষ্ঠের আস্বাদ
সবার বুকেই স্বপ্ন থাকে সবার হৃদয় বাঁচে স্বপ্নে।
তুমি আসবে বলে সয়ে যাচ্ছি রাতের তুমুল
তুমি আসবে বলে হতাশার মাঝে পাই সবুজ ইশারা,
একদিন তোমার সাথে ঘুরবো বলে আজ হেঁটে চলি
তোমার সাথে রাত কাটাবো বলে রাত সয়ে যাই,
একদিন আসবে বলে বেঁচে থাকি জীবনের তৃষ্ণায়
একান্ত শরীরের ঘ্রাণ যদি পাই আমাদের অন্ধকারে।