চেনা থেকে অচেনা হচ্ছি ভীষণ
পরিচিত পথটায় বাড়ছে দূষণ
ফিরে আসবে না জানি না-ফেরা তুমি
ভেতরে কোলাহল শুনছো কি ভূমি?
অবাক ডেকে যাই শুনো জেলখানা
ভেতরের পাখিটা মানছে না মানা
ওড়ার সাধ পেলে কে ভুলতে পারে
ভালোবাসায় বলো কে জিতে হারে?
ইগোর জয় হলে তুমি জয়ী নও
ইগোর জয় হলে আমি জয়ী নই
তুমি চলে গেলেও এই শূন্যতা
মনে হয় আজও নেই শূন্যতা।