তুমি এক মায়াবী সন্ত
যে তুমি কাঁপাও হৃদয় কল্লোলিত হাসির স্নিগ্ধধারায়
বিস্তীর্ণ বনভূমির শরীরে তুমি হানো সবুজ সাইক্লোন
যে তুমি বাজতে থাকো সময়ের অধিক সুনীল রিদমে
ক্লান্তির ক্লেদে যে তুমি দান করো গুচ্ছ গুচ্ছ প্রশান্তি।  


তুমি এক সতেজ পোর্ট্রেট
যে তুমি দুলাও প্রেমিক হরমোন কামনার বিবিধ উৎসবে
নীল নীল বিকেলের বিপরীতে স্বপ্নের শরীর ভেঙে ভেঙে
যে তুমি স্পর্শ করো হলুদ জল নির্মল স্রোতের সাধনা
রিক্তপ্রাণ এই দেহে সঞ্চার করো জীবনের সমস্ত আশা।


তুমি এক অফুরন্ত উৎস
যে জীবনের সাধনা করি তোমার দুচোখের মায়ায়
যে তুমি গভীর হও রাত্রি এলে ভেঙে ফেলো নীরবতা
কোলাহলের পলে পলে তোমার অপার্থিব আলোয়
কেটে যায় নির্বেদ তোমাকে পেয়েছি সব শূন্যতায়।


তুমি এক অপার্থিব মায়া
যে মায়ায় পরাজিত পুরুষ তপস্যার সমস্ত অহংকার
ভূমিতে ভূমিতে যে তুমি ফলাও শান্তির অমোঘ বীজ
যে তুমি দান করো হাসি সে পাবে জীবনের সমস্ত স্বাদ
যে তুমি দান করো উপেক্ষা সে পাবে অন্তহীন বিস্বাদ।