দূরে থেকেও
যে তুমি মায়াবী অধিক
ছুড়ে দাও হলুদ হেজেমনি
দৃশ্যের ভেতর হতে ধীরে ধীরে
কিছু বাঘ লাফ দিয়ে পেরিয়ে যেতে পারে
বৈকালিক সকাল, রাতজাগা কিংবা মাছের জীবনচক্র।
ভেতরে আটকে যায় যারা
তাদের মুক্ত করো উদগ্র বঁড়শিতে,
সংকটে গোলাপের সৌন্দর্যও বড্ড বিশ্রী লাগে
প্রিয়তম বাক্যও বিরক্তি ঘটায় উৎকলিত মুহূর্তে।
আমৃত্যু তোমার-ই সাধক
তোমার-ই বেদিমূলে সঁপেছি জীবনের সব ফলার—
নিয়ন্ত্রণ হারানো এক শহর আমি
নিয়ন্ত্রিত যদিও তোমার মুখশ্রীর কাছে—
ঝরে গেলে ফুল কতক্ষণ সুন্দর থাকতে পারে?