আজ রাতে অলৌকিক ব্যর্থতায় প্লাবিত হবো আমি-
গোলগোল ব্যর্থতা আমার ভীষণ ভালো লাগে,
তারা ঝরে পড়ে শিশিরের মতো আমার সুখের অংশে
ভালো লাগে শরীরে মেখে কাটাতে অনেক রাত।
শপথ ছিলো আঁজলা ভরে তৃষ্ণা মেটাবো তোমার সাথে
রাত্রির শরীরে ওষ্ঠ রেখে চেটে নেবো দারুণ সুঘ্রাণ।
নাকে লেগে থাকে নীল বাতাস, ফুসফুসে তোমার নাম
কতবার পালাতে গিয়ে বাতাসের মতো চলে আসি
বিশ্বাসী হাতে দেখি হত্যার সমস্ত বুনো উল্লাস।
আমার গিরায় গিরায় তোমাকে না পাওয়ার তীব্র কষ্ট
আমার শিরায় শিরায় তোমাকে না পাওয়ার তীব্র কষ্ট
পলে পলে বেজে ওঠে বেদনার তবলা, ঢোল, গিটার-
আজ রাতে অলৌকিক ব্যর্থতায় ঝরে যাবো তাই।