দুটি সঙ্গমরত কুকুরের দিকে
চেয়ে আছে কিছু চোখ—
এত মানুষের ভীড়ে
হে দুঃখ, কীভাবে আমাকে খুঁজে পেলে
গলিত ক্লেদজ এই মহানগরীতে?
যতই কাছে যাই ততই দূরে সরে যাই—
চারিদিকে ঘনঘোর ভাঙনের মাঝে
কে রাখে কার খোঁজ?
নিঃসীম নৈঃশব্দ্যের তালে তালে
শব্দেরা ঘুরতে ঘুরতে রূপান্তরিত হয়
পরাবাস্তব সূর্যাস্তে;
অভিমান বুকে নিয়ে সেই চাঁদ সেই নক্ষত্ররা চলে যায়
অনেক দূরে—
বুকের ভেতরে নৃত্য করে মৃত বাঘের হাড়।
তোমাকে আর পাওয়া হলো না
ঝরছে পাতা সবিরাম
ঝরছে জল অবিরাম
অন্ধকার গল্প বুনে কার?
বন্ধুরা যারা পেয়ে গেছে
জীবনের স্বাদ
সঙ্গম শেষে
দুটি কুকুর চলে গেলো সময় হয়ে
বন্ধুরা যারা পেয়ে গেছে
জীবনের রঙিন—
এত দৃশ্যের ভীড়ে
আমাকেই কেনো খুঁজে নিলে জীবনের মলিন?