চলো এই মেদুর চাঁদের আলোয়
আমরা আমাদের সুখের ব্যাপারে মিতব্যয়ী হই,
কিছু সুখ রেখে দাও আমার শরীরে
কিছু সুখ রেখে দিই তোমার শরীরে।
জানো তো জীবন এক বহমান কষ্টনদী
আমাদের ঘিরে রয়েছে বিচ্ছেদ
আমাদের ঘিরে রয়েছে প্রতারণা
আমাদের ওষ্ঠের খুব কাছে তীব্র অবিশ্বাস—
চলো এই অপরূপ চাঁদের আলোয়
আমরা আরও ঘনিষ্ঠ হই
নিজেদের জড়িয়ে ধরে ভুলে যাই জীবনের ক্লেদ
ভুলে যাই পৃথিবীর দূষণ।