শুধু এই কঙ্কালতন্ত্র জানে
কতটা বিরহে কতটা কষ্টে
রাতগুলো দীর্ঘ হতে হতে
দুচোখ ঝাপসা হয়ে আসে।


শুধু এই কঙ্কালতন্ত্র জানে
কতটা ব্যথায় কতটা বেদনায়
একলা পথ চলতে চলতে
দুইপা অবশ হয়ে আসে।


শুধু এই কঙ্কালতন্ত্র জানে
কতটা অপেক্ষায় কতটা প্রতীক্ষায়
হৃৎকাননের মেদুর ফুলেরা
অতলান্ত আর্তিতে ঝরে যায়।


শুধু এই কঙ্কালতন্ত্র জানে
কতটা অবহেলায় কতটা ঘৃণায়
তুমিহীনতায় এই বিরানভূমি
বসন্তেও উষর থেকে যায়।


শুধু এই কঙ্কালতন্ত্র জানে
কতটা হাহাকার কতটা দাউদাউ
বুকে নিয়ে রোজ মধ্যদুপুরে
বেঁচে থাকি আশাহীন আশায়।