গভীর হচ্ছে রাত
আর জটিল হচ্ছি আমি।
ধীরে ধীরে নক্ষত্রের স্তন থেকে ঝরে পড়ে নৈঃশব্দ্য-
কেউ কোথাও নেই
ব্যক্তিগত এই রাতে শুনি আত্ম-চিৎকার।
মৌচাকের মতো চিন্তা আসে স্নায়ুতে
অথচ আমি চেয়েছি সংশয়হীন ঘুম
নিজের ভেতরে সাঁতার কাটতে কাটতে
মানুষ থেকে রূপান্তরিত হয়েছি মাছে।
বৃক্ষের পাতারা শুষে নেয় আমাকে
বুকের ভেতরে খুঁড়তে থাকি সমাধান
প্রতিরাতে স্বপ্নেরা রোপণ করে দুঃস্বপ্ন-
রহস্য বুকে নিয়ে আকাশের রঙ কোথায় হারায়
রাতের শেষে প্রতিটি রাত কোথায় পালায়?