দাঁতের প্রতিভা ফুরাতে ফুরাতে
শব্দের শিশ্ন হতে
জন্ম নেয় পারলৌকিক পারিজাত—
কারা যেনো আপেল কিনতে গিয়ে
কিনে ফেলে সংশয়।


শুয়ে আছে ঝরা পাতারা
যেনো অর্থোপেডিক বিভাগে শুয়ে থাকা রোগী।
যে তুমি এসেছিলে
স্বমেহন শেষে যারা ভুগে অনুশোচনায়
তাদের ন্যায় দুপুরের নিউরনে
চুলের যৌবন শেষে কেনো তবুও এই অপেক্ষা
যাযাবর বাসস্টপে?


একা না হতে গিয়ে আরও একা হও
এইতো বুনন
এইতো সৃজন
রঙিন হতে গিয়ে আরও বিবর্ণ হও
আহারের লোভে
অনাহারে কেনো ভুগছো এখন?


মৌচাক ভাঙতে গিয়ে
কেনো ভেঙে ফেলো সহজ হৃদয়?
চারিদিকে প্রলেপহীন কোন কাঁচে
তুমি নিজেকে কাছে পাবে—
সব বিপথ বিপদ নয়
কিছু পথ বিপথও হয়।