নরকের ভেতরে হেঁটে হেঁটে কবেই নরক হয়েছি
বেদনার অন্তহীন খাদে দাঁড়িয়ে করি ক্রমাগত শোক,
তোমার বিরহে নরকের পাখির ডানা হতে ঝরে পাপ
আমি সেই পাপের ঘ্রাণ বুকে নিয়ে জেগে থাকি রাত।
নিরন্তর মেঘ শেষে বৃষ্টি নেমে আসে সমভূমিতে
আগুনের লালে প্রবাহিত হয় দণ্ডিত মানুষের চিৎকার,
ভয় নিয়ে আমিও হেঁটেছি প্রেমিকার চোখের গলিতে
তারা নিষেধ করেছে ভয়ে আত্মাকে করেছি বঞ্চিত।
এখন দ্রোহে জেগে ওঠে ছুঁয়ে ফেলি নরকের সুন্দর
পাপীদের সাথে করি মিছিল, ভেঙে ফেলি বৃত্ত
নিহিলিস্টিক রাতে আমার কষ্টের মৌনতা ভেঙে যায়।