যে কোনো পথ ধরে তুমি চলে যেতে পারো
অন্তহীন শূন্যতায়
সংখ্যাহীন নৈঃশব্দ্যে...


দেয়ালের ভেতর থেকে উড়ে আসে বিবিধ তৃণভূমি—
এখানে জল নেই
তবুও ভীড় করে প্রাগৈতিহাসিকতা।
দূরত্ব বেড়ে গেলে
ধ্বংসের ওষ্ঠ থেকে ঝরে পড়ে শাদা নৈরাজ্য।


ভেতরে ভাঙনের চিহ্ন নিয়ে বয়ে চলে নদী
বর্বর ধ্বংস নিয়ে শরীর শান্ত করে বাতাস
যাকে করেছি বিশ্বাস ফুলের ঘ্রাণ আর ফল
তারাই শব্দে শব্দে আঘাতে আঘাতে আজ—
হায় কোন পথে যাবো আমি আমিহীন ঘরে?