কোথায় হারালে তুমি...
কোন অমল অন্ধকারে তোমার শরীর
খেলা করে অন্যরকম পিপাসায়?
মর্মে মর্মে প্রশ্ন উঁকি দেয় আজ
বিরানভূমি জুড়ে মৃত ডানার ছড়াছড়ি
উড়িয়ে বিষাদ ফুরিয়ে যাওয়া গল্পের শোকে
লিখে যাই জীবনের পরাবাস্তব প্রত্যাশা।
কোথায় উড়ে যাও এমন সুখে
শোকে আর অসুখে কেটে যাচ্ছে জীবন,
সৌন্দর্যের ভেতরে হাঁটা হয়নি অবাধ
দেখা হয়নি পৃথিবীর বিচিত্র রঙিন!
তোমার দু'চোখ দেখেছে যেসব নদী
নিয়েছে ঘ্রাণ পাথরের নরম বুকের
তার কিছুই দেখিনি আমি আজও!
কোথায় তোমার শরীর...
কোথায় শরীরের স্বাদ নিয়ে গিয়েছো চলে?
স্পর্শের প্রজাপতি দেখিনি কত দিন হলো
ফিরে আসে না প্রতীক্ষার প্রতিধ্বনি।
প্রতীকায়িত করেছি তোমাকে বিচিত্র চিত্রে
দহনের জলে করি রোজ অবগাহন
কোথায় মুছে ফেললে স্মৃতির শৈশব...
কোথায় আজ নদী ও নক্ষত্রের আয়োজন?