নিজেকে ইদানীং মানুষ বলে সন্দেহ হয়
মানুষের মতো দুটি চোখকে আমার নদী মনে হয়
মানুষের মতো দুটি হাতকে আমার ঝরনা মনে হয়।
নিজেকে মনে হয় এক ক্রন্দনরত বৃক্ষ  
অনেক শাখা-প্রশাখা
ডালপালা পাতা ফল
নিয়ে এক বৃহৎ অস্তিত্ব।
বৃক্ষ না হলে আমার অস্তিত্ব হতো এক হাওয়াই মিঠাই
আমার দুঃখেরা হতো আকাশের ক্যানভাসে হঠাৎ নীল।