আমার হৃদয় শিশুদের সাথে রোজ খেলা করে—
তাদের সরল মন ছুটে যায় দেবদূতদের সন্ধানে
একদিন তারাও পেরিয়ে যাবে এইসব বনভূমি
হোঁচট খাবে ফুলের সাথে ফলের সাথে পদে পদে
ধীরে ধীরে শিখে যাবে আমাদের সব অপকৌশল।
সহজ হতে চাই একবার—যে জীবন গিয়েছে চলে
ভেতরে ভেতরে জানি না আজ কাকে আমি চাই?
কোথাও স্বস্তি নেই, বিশ্বাসের ওষ্ঠে নেই চুম্বনের স্বাদ
সময়ের বিচিত্র ভারে ভারাক্রান্ত এই শরীর ক্রমাগত
উৎপাদন ও পুনরুৎপাদন করে চলছে বিবর্ণ জীবন।
খুচরো স্বপ্নগুলো নিয়ে ঘুরছি তাই এখানে-সেখানে
চাষাবাদে পটু ছিলাম একদিন, করেছি বিবিধ চর্চা—
অন্ধ জীবনের ফাঁকে ফাঁকে জমেছে হতাশার মেদ
সকরুণ ভাঙচুর নিয়ে তবুও রোজ এগিয়ে চলি।
মাছ তার পরিচিত জলে রোজ কেটে চলে সাঁতার
আকাশে ক্ষণে ক্ষণে বদলায় রং, শরীরে সময় তার
ব্যথাহীন অক্ষরে লিখে রাখে মুহূর্তের নিখুঁত বিবর্তন।