প্রতিদিন একটু একটু করে মরে যাচ্ছি
অবহেলায় মরে যাচ্ছি
অনাদরে মরে যাচ্ছি
কারণে অকারণে মরে যাচ্ছি।
বেঁচে থাকার ভীষণ ইচ্ছে ছিলো
সমুদ্রের ঘ্রাণ বুকে নিয়ে
রাতের সুখ আঙুলে নিয়ে
ফলের নরম ঠোঁটে নিয়ে
বাঁচার ভীষণ ইচ্ছে ছিলো।
ধীরে ধীরে ইচ্ছেরা মরে যাচ্ছে
প্রতিদিন কষ্টেরা বেড়েই চলছে
ভালোবাসা না পেয়ে নীল হয়ে গিয়েছি
জলের স্বাদ না পেয়ে শুকিয়ে গিয়েছি
ফুলের ঘ্রাণ না পেয়ে চুপসে গিয়েছি
এখন আর বাঁচার কোনো ইচ্ছে নেই
এভাবে আর বাঁচার কোনো ইচ্ছে নেই।