একটি ব্যাঙ লাফাতে লাফাতে স্নায়ুতে ঢুকে গেলে কিছু মানুষ দৌড়াতে দৌড়াতে ব্যাঙের স্নায়ুতে ঢুকে যায়। হঠাৎ লাফে হঠাৎ দৌড়ে জীবনের ভারসাম্য বদলে গেলে দেখি কারা যেনো খুব সন্তপর্ণে কেটে নেয় আমাদের রঙিন দুঃখ।
গতির দৌড়ে সেকেন্ডের কাঁটা আপাত জিতে গেলেও ঘণ্টার কাঁটাই শেষতক জয়ী হয় কিংবা হয় না না বাজতে বাজতে
প্রস্তরযুগের কিছু ইঁদুর কেটে ফেলে যন্ত্রণার কাপড়চোপড়।
ওগো বেহুলা তোমার লখিন্দর গিয়েছে মরে তুমি নাচবে কি আমাদের বেডরুমে শীতের দাঁত দীর্ঘ হলে জলহস্তির বুকে
লেগে থাকা অবশিষ্ট চাঁদের আলোয় এসো গোসল করি।
হরপ্পা যেদিন তার সৌন্দর্য হারালো সেদিন সেই পূর্ণিমার রাতে বুকের নক্ষত্রে কিছু নদী চাষ করতে করতে হঠাৎ দেখি ব্যাবিলনের প্রশস্ত পথের সেই পুরুষ পরাজয় বুকে
মেখে এখানে বৃষ্টি হলে কোথাও ভেসে যায় বনস্থলী জীবন।