পাখিগুলো উড়ে যায় রোজ
ডানায় লেগে থাকে সন্ধ্যার সৌন্দর্য।
মানুষের ইতিহাসের মতো দুচোখে তাকিয়ে থাকি
যেমন ছিলো তেমনি আছে আকাশের নীল
তেমনি আছে বৃক্ষের পাতা সবুজ অমলিন।
মানুষের মতো বাঁচতে গিয়ে
ক্রমাগত বির্বতন হচ্ছে ব্যক্তিগত প্রতিদিন,
আমাদের দৈহিক আয়ু বাড়লেও কমছে মানসিক আয়ু-
আমাদের দুঃখগুলো হচ্ছে জটিল।