যে বৃক্ষ যত নিম্নমুখী সে বৃক্ষ তত ঊর্ধ্বমুখী—
ঊর্ধ্বে উঠতে উঠতে পঙ্কজ-মানুষ
কেনো ভুলে যাও পঙ্কের স্বাদ?
অন্ধকারের ভেতরে চিরদিন জীবনের রঙিন খেলা করে
সুরে সুরে বেড়ে উঠে মুখের প্রশস্ততা।


ডানা থাকলেই উড়ার প্রতিভা থাকে না সবার—
উড়ার বাসনা সমান নয় বলে
ডানার সক্ষমতা সমান নয়।
ফুল হলেই গন্ধ থাকবে এমন বিশ্বাসে পৃথিবী ভারাক্রান্ত
এবং বিড়ালের দাঁতের কাছে
ইঁদুরের দাঁত চিরকাল মূল্যহীন।


এমনকি কোনো চো়খ আছে যা জলহীন?
ঢেউহীন সাগর খুঁজতে গিয়ে
তুমি ছুড়ে দাও ঘাসের যৌনতা।
চাকুর কাছে কত শত সবজি রোজ আত্মহত্যা করে—
ঝুলিয়ে রাখা মাংসের দিকে যৌথ চাহনি শেষে
আমি আর কুকুরগুলো
পৃথিবীর সেইসব দুর্ভিক্ষের রাতের গল্প করি।


কারা কারা বেঁচে থাকবে
মানুষের পৃথিবীতে
হলুদ ডিসকোর্সে রয়েছে তার উৎসব।
বনেই কি শুধু বাঘ থাকে?
দীর্ঘ উপনিবেশ শেষে
বাঘেরাও মেনে নিয়েছে অমল হেজেমনি
তবুও কিছু কিছু মাছ চিরদিন জালের বাহিরে থেকে যায়।