বারবার একই ভুল বারবার একই ফুল
কেনো বৃথা খুঁজো কেনো বৃথা পুজো?
বারবার একই পথ বারবার একই ক্ষত
কেনো তুমি হাঁট কেনো তুমি ঘাঁট?


বারবার একই কাজ বারবার একই সাজ
কেনো তুমি কর কেনো তুমি স্মর?
বারবার একই সুরে বারবার একই ঘোরে
কেনো তুমি গাও কেনো তুমি যাও?


বারবার একই কথা বারবার একই ব্যথা
কেনো তুমি কও কেনো তুমি সও?
বারবার একই খাদে বারবার একই ফাঁদে
কেনো তুমি পড় কেনো তুমি মর?


বারবার একই ভয় বারবার একই ক্ষয়
কেনো তুমি ডাকো কেনো তুমি আঁকো?
বারবার একই রোগ বারবার একই শোক
কেনো তুমি চাও কেনো তুমি পাও?