দেয়াল থেকে
হঠাৎ হলুদ ঘোড়াটি
কাশফুলের মতো কেশ
ফুলিয়ে দুলিয়ে
ছুটে যাচ্ছে নরকের দিকে
এবং যারা যেতে পারেনি
তীর্থের লোভে
ঘুম ভেঙে গেলে
তারাও চলে যায় বিশুষ্ক পলিমাটির দিকে।
অধঃপতনের অন্ধকারে
ঝরা পাতার সাথে
ঘুরে ঘুরে সুরে সুরে
গেয়েছি নিজেরই ধ্বংসের গান;
কিছু স্নিগ্ধ বুনোফুল
হেঁটে হেঁটে চলে যাচ্ছে দূরে
পেছনে ছিটিয়ে দিচ্ছে সুঘ্রাণ
তাদের দীর্ঘ চুল হতে
বৃষ্টি আর মদ
চুয়ে চুয়ে পড়ে
যোদ্ধার চোখের ওপরে।
আলোর দিকে মৃত্যু জেনেও
কতিপয় পোকা
কিছু বেদনার্ত জীবনের খুঁজে
নিখোঁজ হয়ে যায়
আলোরই বিপরীতে;
তুমি যাকে সুখ বলে জানো
আমার কাছে তা অবহেলা
বৃক্ষদের শহরে থেকে থেকে
শিখেছি রাতের গভীরতা—
অন্ধকার কেটে গেলে
মোরগডাকা ভোরে
আমিও পথ চলতে পারি
নিজস্ব জ্যামিতিতে।