ওগো সন্ত ফের বসন্ত দিচ্ছে বিরহ অহরহ
কী দারুণ জ্বলন্ত আগুন পোড়াচ্ছে ভয়াবহ
পুড়ছি রোজ হচ্ছি নিখোঁজ বাড়ছে যে অসুখ
বুকভরা দুখ দুরারোগ্য রোগ সাথে শত শোক।


সদা নিরানন্দ করি দ্বার বন্ধ প্রেম চিরদিন অন্ধ
জানে হৃদয় রন্ধ্র মেদুর মন্দ্র বসন্ত প্রেমের গন্ধ
চেয়েছি যাকে পাই না তাকে ভেতরে কে ডাকে
বাঁকে বাঁকে নদী ঝাঁকে ঝাঁকে পাখি কাকে আঁকে?


পথে পথে হাঁটি জানে এই মাটি জানে পা দুটি
করে লুটোপুটি চোখ দুটি একান্ত কিছু খুনসুটি
কী নিদারুণ হচ্ছি রোজ খুন শরীর জুড়ে ঘুণ
শোনরে হৃদয় আর কত ক্ষয় বৃথা শত গুনগুন।


ফুরাচ্ছে আবেগ মনের তীব্র বেগ ঘনকালো মেঘ
আর কত খেলা করুণ অবহেলা বৃথা ভাবাবেগ
একান্ত রাতে ফুলভর্তি হাতে যদি তোমায় পেতাম
তোমার সাথে নীরব ছাতে নক্ষত্র দেখে কাটাতাম।