শরীরের জলে উৎপাদন করি ফসল
রোজ পরিষ্কার করি একান্ত আগাছা
অসুখে-বিসুখে পৃথিবীর শ্রম করি ভাগ
আর তুমি ভোগ করো পৃথিবীর দেহের স্বাধ।
এই যে বেঁচে থাকা
এই যে সর্বগ্রাসী ক্ষুধা
আমাদের নিত্য সংগ্রাম
পাপে আর শাস্তিতে করাও নত
তন্দ্রায় কেটে যায় জনতার জনপদ।
রোজ এক অদৃশ্যের কাছে করি মিনতি
কত শত নিষ্ফল প্রার্থনা
তবুও বিশ্বাসের বৃক্ষ অটল-
আমার শ্রমের ভাগ দাবি করে অদৃশ্য সেই জন
প্রতিদিন নিয়ে যায় সমস্ত গৌরব
সন্ধ্যার নৌকায় নিঃশব্দে শুনে যাই শিশুর ক্রন্দন।