কষ্টের মতো তাকিয়ে ভাবি
কষ্টগুলো কমলো না
দেখতে দেখতে কেটে গেলো
স্মৃতি ছাড়া কিছু রইলো না।
ত্রিশ বছর পেরিয়ে গেলো
নদী দেখা হলো না
সমুদ্র দেখা হলো না
সবুজ দেখা হলো না।
বিষণ্ণতার মতো তাকিয়ে ভাবি
কেমন করে এমন হলো
এমন তবে কেন হলো
শহর দেখা হলো না
পাহাড় দেখা হলো না
তুষার দেখা হলো না
বুকের ব্যথা কমলো না
ঘাসের বুকে মাথা রেখে
নদীর ওপর বুকটা রেখে
দুঃখটা আর কমলো না
এই জীবনটা যাপন ছাড়া তেমন কিছুই হলো না।