জলের ভেতরেও কিছু একটা থাকে
পাথরের ভেতরে শুধুই পাথর
আমার ভেতরে শুধুই যন্ত্রণা।
নিজেকে কেটে কেটে ব্যথা উৎপাদন করি
কসাইয়ের আবেগহীন ছুরির মতো।
ভেতরে অনেক বৃক্ষ, ভেতরেও কিছু আছে
কিছু ফেলা আসা নিয়ে আসা
অবিরত সন্ধ্যায় বাদুড়ের ডানার শব্দ।
আমার স্নায়ুর জমিতে পাখিরা নিয়ে আসে বীজ
মৌমাছিরা গর্ভবতী করে সুন্দরী কষ্টগুলোকে
নিজের ওপরে হারিয়েছি আস্থা কবেই ঘনঘোর দুপুরে
মশা পান করে রক্ত পেটভরে।
ডেকেছিলো আমার ভেতরের কঙ্কাল
তবুও ভয় জাগে, এখনও মানুষ বলে
পরিচিত মুখের পরিবর্তনে পাই বেদনা।
আমার সমাধির মতো দুপুরের গালে
এঁকেছি দারুণ আলপনা, রং ছিলো কর্কশ কালো