অদৃশ্য হতে দৃশ্যমান হতে হতে
কিংবা শূন্য থেকে পূর্ণ হওয়ার ক্ষীণ আনন্দে
হঠাৎ যে তুমি চলে যাও ক্লান্তির নৈসর্গিক বিন্যাসে—
কঙ্কালের বুকেও একদিন ছিলো সুতীব্র প্রেম।


চায়ের কাপের সাথে ঠোঁটের ক্রমাগত মিলন-বিরহ
আর আলো-ছায়ার মাঝে জীবনের কদর্য ভ্রমণ—
এইসব ভ্রম শেষ হতে না হতেই
যে তরল ঝরে আমাদের উৎসমুখে
তাকে আর কীভাবে ফেরাবে মানুষের কাছে?


সৌন্দর্য বেরিয়ে আসে কুৎসিত হয়ে
কিছু মানুষ কুৎসিত হতে ছিনিয়ে আনে জীবনের অমল
সবকিছু ক্ষয়ে যাবে, সব শরীর, সব সৌন্দর্য
কালের বিকৃত উর্বরতার মাঝে
তবুও নেচে যাই আমি এক মৃত্যুকামী প্লাস্টিক।