স্বপ্নের ভেতরে ঢুকে পড়ে—
ঢুঁড়ে দেখি
মুছে ফেলা ট্রমাগুলো হৃষ্ট হয়ে—তুমি হয়ে
ধ্বস্ত রঙিনের পাশে চাচ্ছো স্নিগ্ধ অধিকার।


অস্পষ্ট এই পথে
শিকারীরা ফাঁদ পেতে আছে—
গোধূলির স্তন থেকে কিছু শব্দ
প্রত্যাবর্তনের প্রতীক্ষায়
দাঁড়িয়ে থাকে নো ম্যানস ল্যান্ডে।


মাথার ভেতরে
অনেক মাতাল।
পথহীন পথে দৌড়াতে দৌড়াতে
রূপান্তরিত হই হরিণে
ঘাসহীন এই প্রান্তরে
তুমি কি আমার ক্লান্তির ঘাস হবে?


শূন্যতার অর্চক আমি
নিত্য পানি করি
অলোক দুপুরের দৃশ্য।
মেঘের জরায়ুতে মৃত্যু হলে—হে প্রেম, হে বৃষ্টি
নিদাঘের নিদারুণ নিগ্রহ শেষে
জল দিও বোধে।