কোথা থেকে কখন যে এক অদ্ভুত বাতাস আসে-
আমাকে বিধ্বস্ত করে ওড়িয়ে নিয়ে যায় অজস্র ভুল।
হাহাকার বুকে হাহাকার নিয়ে শুয়ে থাকে সারারাত
কষ্ট চোখে কষ্ট নিয়ে দাঁড়িয়ে থাকে বিবর্ণ কক্ষে,
হাতের রেখাগুলো দেখে আজও খুঁজি বাঁচার জ্যোতিষ
বাসা ভেঙে গেলে পাখি ডানা নাড়ায় জানালার কাছে।
অলৌকিক জলে প্রতিফলিত হয় ভেতরের এক মানুষ
নিজেই নিজের সাথে তর্ক করে যেতে হয় সারাক্ষণ-
জেনেছি বেদনা আঙুল দিয়ে আজও আমায় ডাকে।
ভীষণ ভালোবেসে ডুবে গেলো শূন্য সুন্দর জাহাজ
উদ্ভট তামাশা করে আমার সাথে কোন এক এপ্রিলে।