বারবার থেমে যাই
ভুলে গেলে ক্ষত কিংবা নদী
ফের দৌড়াই।
এই জীবন কী তুমি চেয়েছিলে বৃক্ষ
শীতের কুয়াশার কাছে!
মধ্যরাতে মনে হয়
কোনো এক সুউচ্চ পর্বতশৃঙ্গ হতে
চলে যায় শস্যের ভেতরে
অসুখের প্রতিটি বসন্তে
যতবার চেয়েছি পালাতে
আমার পথ জুড়ে মায়া বিছিয়ে
তোমরা শুয়ে থাকো দূরের দ্রাঘিমায়।
পৃথিবীর সৌন্দর্য কখনও মরে না
তবুও মরে যেতে হয় আমাদের
চলে যেতে হয় সময়ের বৃত্তে।
কত পথ হেঁটেছিলাম উৎসবে
একাকী এইসব রাতে মনে পড়ে
মন খারাপ হলে
আমিও ফিরে যেতে চাই সময়ের কাছে
সুখের ওষ্ঠের কাছে
ব্যক্তিগত বৃষ্টির মোহে
যতটা ক্ষতি করেছি নিজের
তারচেয়ে ক্ষতি হয়েছে নিজের।