বৃষ্টি পড়ে দৃষ্টি জুড়ে মন উদাসের ঢেউ
বৃষ্টি পড়ে হৃৎমাঝে জানলো না তো কেউ!
চায়ের কাপে নীল স্মৃতিরা জমায় তীব্র ভীড়
কেমন কেমন লাগে ভেবে হচ্ছি যে অধীর।


ফোঁটায় ফোঁটায় বিষাদ বাড়ে একলা-থাকা মনে
বৃষ্টি হলে ভিজিয়ে দিতাম তোমায় অনুক্ষণে,
রোদন-বাঁশি বেজেই চলে ভেতর-বাহির জুড়ে
বৃষ্টি হয়ে আমি তোমায় ডাকবো সুরে সুরে।


হাত বাড়ালে ভিজতে পারি সব সিগনাল ভুলে
মন দিলে ভিজতে পারি ফুলে আর মন খোলে,
শহর জুড়ে ভিজতে রাজি সঙ্গে যদি থাকো
এক রিক্সায় ঘুরবো আমি আমায় যদি আঁকো।


স্মৃতিরা এসে পাশে বসুক নামুক আরও বৃষ্টি
মন শহরের কোন জানালায় দিচ্ছো তুমি দৃষ্টি?
হাঁটবো একই ছাতার নিচে ভিজবো একই ছাদে
সকাল-সন্ধ্যা কাটিয়ে দিবো ঘোর কাটবে নাদে।


ঝমঝমিয়ে বৃষ্টি আসুক ভিজুক তোমার শাড়ি
কোন শহরের কোন ঠিকনায় ওগো তোমার বাড়ি?
বাহিরে বৃষ্টি ভেতরেও বৃষ্টি ঝরুক অবিরত ঝরুক
ক্ষণে ক্ষণে তোমার কথা পড়ুক আজ মনে পড়ুক।