সংখ্যাহীন জলবিন্দু
যখন বৃত্তের ছদ্মবেশে
ঝরে অন্তহীন আকাশের দুচোখ হতে
গোলাপের পাপড়িতে
জানালার শার্সিতে
প্রার্থনারত মুখে
বিটুমিনের রাস্তায়
তাকে তুমি কী বলে ডাকবে যখন
কোনো এক শীতল রাতের শেষে
কুসুমিত বসন্তের সকালে
আমাদের ঘুম ভাঙবে
মুহুর্মুহু বুলেটে
লাল রক্তে প্লাবিত হবে পরিচিত দৃশ্য
শিশুদের কান্নায় প্রকম্পিত হবে চারপাশ
কিংবা যখন সেই ধ্বংসের দুপুরে
তুমি আর আমি ঝাঁকে ঝাঁকে
বুলেটে ভিজতে ভিজতে
গেয়ে যাব শান্তি ও কল্যাণের গান!