বৃষ্টি পড়ছে
স্বপ্নক্লান্ত এক শ্রমিকের স্বেদবিন্দুর মতো
টিপটিপ।
রোয়াকে দাঁড়িয়ে আছো তুমি
শার্সি থেকে কিছু বৃষ্টির ফোঁটা
চুম্বনের মতো
ভিজিয়ে দিচ্ছে তোমার শরীর
কী ভাবছো এলোচুলে দাঁড়িয়ে
বিষণ্ণ দূষণের বিপরীতে?
যেন গান ঝরে পড়ছে
যেন সুর ছড়িয়ে পড়ছে
তোমার চুলে
শস্যের ওষ্ঠে
মোরগের পালকে
তোমার মধ্যরাতের হৃদয়ের মতো
ক্ষত-বিক্ষত বিলোল বৃষ্টি।