অবলুপ্ত হতে হতে
চলে যাই মেঘের মেঠোপথে।
ডাগর কষ্টগুলো কাটতে গিয়ে
কেটে ফেলি তোমাকে—স্মৃতিকে
ঘূর্ণিপাকে কোথায় এখন?


নিবদ্ধ দৃষ্টিতে চেয়ে থাকি
কোথায় থাকি?
কোথায় রাখি লাল লাল চিঠি
লাল লাল নৈঃশব্দ্য
বুকের ড্রয়ারে
ঢন ঢন ঢন ঢন।


মাটো রঙের সব আয়োজনে
প্রতিভাসিত করেছো নিজেকে
নিগীর্ণ সব সন্ধ্যায়
হরিণের শঙ্কা ভুলে
তামস কোনো এক পথে
বসে থাকি তন্নিষ্ঠ হয়ে।